তরঙ্গ শব্দটি আমরা বেশিভাগ বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে শুনেছি। তবে তরঙ্গের পরিধি আরো বিস্তর। তরঙ্গ বিষয়টি পদার্থবিজ্ঞানের একটি গুরত্বপূর্ন অধ্যায়। বলা হয়ে থাকে পদার্থবিজ্ঞান পড়তে নাকি অবশ্যই তরঙ্গ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হয়। পুকুরে ঢিল ছুড়ে বা পানিতে কোনোকিছু ফেলে আমরা তরঙ্গ সম্পর্কে ধারণা পেতে পারি। পানিতে যখন আমরা একটি ঢিল ছুড়ি তখন কিন্তু সেটা পাড়ে গিয়ে একটা ধাক্কা দেয়। আর এই যে পানির মাঝখানে কোনো কিছু ফেললে সেটা কুলে গিয়ে ধাক্কা দিল/আছড়ে পড়ল, এখানেই কিন্তু আমরা তরঙ্গের মৌলিক ধারণাটি পেয়ে যাই। এই আর্টিকেলে আপনি জানতে চলেছেন তরঙ্গ সম্পর্কে এমন সকল তথ্য যা অবশ্যই আপনার জানা উচিত, তরঙ্গ কাকে বলে, তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গের বৈশিষ্ট্য, আমাদের জীবনে তরঙ্গের প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা। এছাড়াও এই পোস্টে খোলাসা করতে চলেছি রহস্য ঘেরা চাঞ্চল্যকর কিছু প্রশ্নোত্তর। আপনি জানেন কি, তরঙ্গের কারণেই আপনি এই পোস্টটি দেখতে ও পড়তে পারছেন? পোস্টে খুঁজে দেখা যাক কেন এমন হচ্ছে! Table of contents তরঙ্গ কি তরঙ্গের প্রকারভেদ তাড়িতচৌম্বক তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ য